ভাণ থিয়েটার তার নাটক ও সংস্কৃতি চর্চা বিষয়ক পত্রিকার মধ্য দিয়ে সমাজ ও ব্যক্তি-মনের অন্দরের বিষাক্ত ভান এবং ছল কে ধরিয়ে দেওয়ার দায় নিয়েছে। মুখোশ খুলে মুখকে উন্মোচনের দায়িত্ব নিয়েছে। মদগর্বী ক্ষমতার দখল ও নিষ্পেষণে বাংলা ভাষা সহ বহুভাষা ও সংস্কৃতি আজ নিদারুণ ভাবে আক্রান্ত। এর বিরুদ্ধে নাছোড় এবং লাগাতার সাংস্কৃতিক প্রতিরোধের মিছিলে নিজেকে সংযুক্ত করতে চায় ‘ভাণ’। নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রবাহ কে সচল রাখার স্পর্ধা দেখাতে চায় ‘ভাণ’। সে যেকোনো মূল্যে ‘বড়ো’ হবার লোভে মানুষের পক্ষের বিশ্বাসকে বলি দিতে চায় না। ছোট থেকেও, গভীর কিছু প্রশ্ন তোলার ভার নিতে চায় সে। আজকের পরিস্থিতিতে বৃহৎ এবং বিখ্যাত হয়ে ওঠার বাসনার লাগাম টেনে ধরতে না পারলে বিক্রিত ও বিকৃত হয়ে যাবার সমূহ সম্ভাবনা। ভাণ তার থিয়েটারি মঞ্চে , পত্রিকার পাতায় অথবা ইউটিউবের ডিজিটাল উপস্থিততে বরং সংখ্যালঘুর ইজ্জতের পক্ষে দাঁড়াতে চায়। ঘৃণা, বিদ্বেষ,অসূয়ার বিষ-বাতসে লালিত বিষাক্ত নারকীয় রাক্ষুসে খিদের বিকল্পে সহজ ও মুক্ত জীবনের জয়গান গায়। রাজনৈতিক ও সামাজিক ব্যাভিচারের বিরুদ্ধে কথা বলতে চায়। জীবনের গভীর থেকে উত্তোলন করতে চায় সেই বোধি যা এই মেরুদন্ডহীন, অসাড়, স্থূল ও নোংরা জীবনকে শূশ্রূষা দিতে পারে।
রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ এর রূপসী বাংলায় বাংলায় গান গাইতে চায় ‘ভাণ’ । বিশ্বের যা কিছু মহান সেসব কে গঙ্গায় পদ্মায় জলে ধুয়ে মুছে আপন সত্তার সঙ্গে বিজড়িত করে নিতে চায়। বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, উৎপল দত্ত, বাদল সরকার প্রমুখ বরেণ্য শিল্পীর মানবমুখী শিল্পকলার উত্তরাধিকারী হতে চায় আমাদের ‘ভাণ’। কখনো ভাণ পত্রিকার পাতায়, কখনও তার প্রযোজিত থিয়েটারে, কখনও বা সঠিক তথ্য ও সত্য তুলে আনতে ইউটিউব এর পেজে।
এই অপরিমেয় সাধ কে কিছুটা সাকার করতে চাই রাজনৈতিক সংস্কৃতি কে বোঝার মন, সাহস ঝুঁকি এবং পরিশ্রম। আর চাই আপনাদের বন্ধুতা।
