seminar

ভাণ ভেবেছে কী থিয়েটার করব, কী কাজ করব ইউটিউবে, পত্রিকার বিষয় কী হলে কেমন হয়,–তা নিয়ে নিরন্তর ভাবনা চিন্তা প্রয়োজন। শুধু নাটকের জন্য নাটক করছি, কিংবা পত্রিকার জন্য পত্রিকা; এটা কোনো কাজের কথা হতে পারে না। মানুষের জেগে ঘুমানো, অলসতা, তন্দ্রাচ্ছন্ন অবস্থার ভাঙচুর চালানোকে যারা শিল্প মনে করেন তাদের সদা সতর্ক থাকতে হয়। ছানমিন চালাতে হয় নিজেদের দৃষ্টিভঙ্গি ও কাজের গভীরে। সে কাজে লাগে নিরন্তর চিন্তা করার অভ্যাস। সে অভ্যাস গড়ে দেয় বই পত্র সিনেমা থিয়েটার এবং মানুষের প্রতি, জগতের প্রতি নিবিড় মনোযোগ। এর জন্য চিন্তার আনুষ্ঠানিক আদান প্রদানেরও প্রয়োজন বৈকি! ভাণ জন্মলগ্ন থেকেই আলোচনা সভা, আলাপ আলোচনার সাধ্যমতো আয়োজন করেছে। ইদানিং ইউটিউব ব্যবহার করে তাকে ছড়িয়ে দিতে চাইছে মানুষের মধ্যে।

Bhaan kathamala

ভাণ কথামালা – ১৬ || আলোচ্য বিষয়বস্তু – ” বাঙালির রাজনৈতিক সংস্কৃতি” || কথক : ডঃ আবদুল কাফি ।